কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় প্রভাব খাটিয়ে একই ব্যক্তি ঈগল প্রতীকে তিনটি ভোট দেওয়ার অভিযোগে আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রোবাবার ৭ জানুয়ারী বিকাল সাড়ে তিনটার দিকে কলারোয়া উপজেলার দেওয়াড়া ইউনিয়নের খোরদো বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। প্রত্যক্ষদর্শীরা জানান, খোরদো গ্রামের লিয়াকত আলীর ছেলে আব্দুস সালাম (৪৫) রোবারার বিকেল ৩ টার দিকে ওই ভোট কেন্দ্রে ভোট দিতে আসে। এসময় সিলিফ নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করে প্রভাব খাটিয়ে মাস্টার নুরুল ইসলামের ঈগল প্রতীকে তিনটি ভোট প্রদান করেন। এ ঘটনায় পুলিশ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রট এসে ভ্র্যাম্যমান আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। সাতক্ষীরা জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, একজন প্রার্থীর পক্ষে প্রভাব খাটিয়ে ভোট দেয়ার অভিযোগে অভিযুক্ত আব্দুস সালামের ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।