বাংলাদেশ বহুবিধ বিষয়ে এগিয়ে চলা একটি উন্নয়নশীল দেশ। অর্থনীতির চাকা অতি দ্রুততার সাথে ঘূর্ণিয়মানের পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন এ পৌছেছে। কয়েক বছর পূর্বেও যেমন আমাদের অর্থনীতির দুরবস্থার বিষয়টি আলোচিত ছিল সাম্প্রতিক বছর গুলোতে বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন কাঙ্খিত পর্যায়ে পৌছেছে অনুরুপ ভাবে কয়েক বছর পূর্বেও বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা খুব বেশী মানসম্মত বা উন্নত ছিল না। কিন্তু বাস্তবতা হলো বর্তমান সময় গুলোতে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বহুগুনে অনেক অনেক উন্নতি লাভ করেছে। বিগত বছর গুলোতে বাংলাদেশের রোগীদের উন্নত ও আধুনিক চিকিৎসা গ্রহনের জন্য বিদেশ মুখিতা ছিল। বাংলাদেশে রোগীরা বিদেশে চিকিৎসা গ্রহণ করতে গেলে বৈদেশিক মুদ্রার খরচের বিষয়টি বিশেষ ভাবে আলেখ্য যে কারনে যে কোন দেশে যেতে হলে বাংলাদেশের মুদ্রা ভাঙ্গিয়ে সেই দেশের মুদ্রা করা হয় এ ভাবে প্রতি বছর বিপুল পরিমান বৈদেশিক মুদ্রার খরচ ছিল। কিন্তু সময়ের ব্যবধানে আর বাস্তবতার নিরিখে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এতটুকু উন্নত ও আধুনিক হয়েছে যে, যে কোন জটিল, নতুন বা পুরাতন সব ধরনের রোগের চিকিৎসা দেশেই সম্ভব হচ্ছে। এমনকি দুরারোগ্য ব্যাধির চিকিৎসা ও আমাদের দেশে হচ্ছে। আরও একটি সুখের খবর আমাদের দেশের চিকিৎসকরা বিদেশের মাটিতে যেয়ে বিশ্ববাসির চিকিৎসা সেবা প্রদান করে চলেছে যা আমাদেরকে জাতি হিসেবে বিশেষ গর্ব ও মর্যাদায় নিয়েছে। বিশ্ব ব্যবস্থাপনায় আমাদের দেশের মর্যাদা চিকিৎসা বিজ্ঞানে অনেক অনেক উচ্চতায় নিয়েছে। বর্তমান সময় গুলোতে শীত বাহিত রোগের প্রাদুর্ভাব বিশেষ ভাবে লক্ষনীয় বিশেষ করে নিউমোনিয়ার প্রকোপ ব্যাপক ভাবে পরিলক্ষিত হচ্ছে। ইতিপূর্বে আমাদের দেশে নিউমোনিয়ার অত্যাধুনিক চিকিৎসা পলিক্ষিত হচ্ছে। ইতিপূর্বে আমাদের দেশে নিউমোনিয়ার অত্যাধুনিক চিকিৎসা ছিল না কিন্তু বর্তমান সময় গুলোতে নিউমোনিয়ার চিকিৎসা ভালভাবে সম্পন্ন হচ্ছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনেক গুন এগিয়েছে এটাই শেষ কথা নয় আমাদের দেশের রোগ নির্ণয় অর্থাৎ প্যাথলজি পরীক্ষা ও অনেক দুর এগিয়েছে, দেশের চিকিৎসা ব্যবস্থার এই শুভক্ষনে যে বিষয়টি বিশেষ ও ব্যাপক ভাবে আলোড়িত বা প্রত্যাশা তা হলো আমাদের দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের শহরমুখি প্রবনতা হ্রাস করতে হবে অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে বিধায় বিশেষজ্ঞ চিকিৎসকদের গ্রাম মুখিতা করার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।