স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি প্রবীন রাজনৈতিক মো: নুরুল ইসলাম আর নেই। তিনি গত রবিবার সকাল সাড়ে ৯টায় শহরের রসুলপুরস্থ নিজস্ব বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি——-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ২ পুত্র ২ কন্যা আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ঐদিন সন্ধ্যায় মরহুম নুরুল ইসলামের গ্রামের বাড়ি সদরের ঘোনা কাজী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জানাযা শেষে লাশ পারিবারীক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাযায় স্থানীয় আ’লীগ জাতীয় পার্টি সহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। জানাযায় ইমামতি করেন শিক্ষক শামীম সাজ্জাদ। এদিকে জেলা জাতীয় পার্টির প্রবীন নেতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। সাধারন সম্পাদক ও সদর আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মো: আশরাফুজ্জামান আশু, জেলা সহ সাধারন সম্পাদক মো: মশিউর রহমান বাবু, সদর উপজেলা সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারন সম্পাদক শেখ শরিফুল ইসলাম বিপুল সহ জাতীয় পার্টির সকল পর্যায়ের নেতৃবৃন্দ।