রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কলারোয়ার তুলসীডাঙ্গায় বিএনপির মতবিনিময় সভা শ্যামনগরে ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আসাদুল্লাহ, সম্পাদক হাফিজুর ব্রহ্মরাজপুরে সেলুন মালিক কল্যাণ সমিতির কমিটি গঠন সভাপতি শম্ভু সম্পাদক মানিক সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সভা সাতক্ষীরা স্কাউটস্ ত্রৈ—বার্ষিক কাউন্সিল কমিশনার শাহজাহান সম্পাদক মনোরঞ্জন পুরাতন সাতক্ষীরা সরলাপাড়া যুব সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল পীরমাতা ব্লাড ব্যাংক নলতা শরীফ’র প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত আশাশুনির খাজরা ও বড়দল সীমান্তে কালকী স্লুইস গেট পরিদর্শনে রবিউল বাশার শ্যামনগরে মটর সাইকেল দূর্ঘটনায় চালক নিহত ও আহত ১ কালিগঞ্জে সু—নাগরিকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

খুলনা শাকবাড়িয়া খালের ঝিনুক কুড়ালে মিলছে টাকা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

খুলনা প্রতিনিধি ॥ খুলনার নদীতে ঝিনুক কুুঁড়িয়ে মিলছে যেন টাকার খনি। ঘটনা কয়রা উপজেলার শাকবাড়িয়া খালে ঘটেছে। সরেজমিনে জানাগেছে ঐ এলাকার শিশু, কিশোর, নারী, পুরুষ, শিক্ষার্থী এমনকি ষাটার্ধো বৃদ্ধ-বৃদ্ধারাও যেন কি একটা খুঁজছে। কেউ পানিতে ডুব দিয়ে তুলছে, আবার কেউ তীরে হাত দিয়ে কিছু খুঁজছে। মাঝে মধ্যে শীতে কাঁপতে কাঁপতে রাস্তার ওপর ওঠে রোদে গাঁ শুকিয়ে ফের নামছে পানিতে। মনে হচ্ছে দু’কিলোমিটার জুড়ে খালে কয়েকশ’ ডুবুরী নেমেছে। গত সোমবার সকালে খালের পাশ দিয়ে হেটে যেতে এমন দৃশ্যের দেখা মেলে। পাশে যেয়ে জিজ্ঞাসা করতেই তারা জানান, ঝিনুক খুঁজছেন তারা। খালে প্রচুর ঝিনুক পাওয়া যাচ্ছে। সেটা কুঁড়িয়ে ভালো আয় হচ্ছে তাদের। এদিকে খালের কাঁচের টুকরা কিংবা ঝিনুকের খোলসে হাত কেটে আহতও হচ্ছেন অনেকে। হোসেন গাজী নামের ষাটার্ধো এক বৃদ্ধ বলেন, কয়েকদিন ধরে ঝিনুক কুঁড়িয়ে বেশ আয় হচ্ছে। প্রতিদিন ৭০/৮০ কেজি ঝিনুক পাচ্ছি। শীতে লাগছে কিনা জিজ্ঞাসা করতেই বলেন, গরীবের আবার শীত! সৎভাবে কিছু আয় হচ্ছে এটাই বড় কথা। বসে নেই এলাকার নারীরাও। তারাও দারিদ্রতার সংসারে আয়ের খবরে খুশি মনে খাল থেকে ঝিনুক তুলছেন। তবে তাদের সাথে কথা বলার চেষ্টা করলে লজ্জায় মুখ ঘুরিয়ে নেন। দেয়াড়া গ্রামের শাহিনুর রহমান। স্ব-পরিবারে ঝিনুক কুঁড়াচ্ছেন। আবার এলাকার লোকদের কাছ থেকে কিনে ২০ কিলোমিটার দূরের পাইকগাছা উপজেলার চাঁদখালী বাজারে বিক্রিও করছেন তার ছেলে আজমল। আজমল বলেন, আমাদের কুঁড়ানো ৩/৪ মণের সাথে এলাকা থেকে ১০/১২ মণ কিনে নিজ ভ্যানে চাঁদখালী বাজারে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছি। ভালো আয় হচ্ছে। তামিম নামের এক কিশোর জানান, ৪ দিন আগে জানতে পারি। প্রতিদিন দেড়/ দুই মণ ঝিনুক পাচ্ছেন। প্রথম দিন ৪ টাকা কেজি বিক্রি করেন। তবে আজ বিক্রি হয়েছে ৬ টাকা কেজি। স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার ৭/৮ জন শিক্ষার্থী এক সাথে কুঁড়াচ্ছেন। তারা একসাথে বিক্রি করে পিকনিক করবেন বলে কুঁড়াতে এসেছেন। শিমলার আইট গ্রামের কয়েকজন নারী-পুরুষের সাথে কথা হয়। তারা বলেন, ভাটায় খালে পানি কমে যায়। তখন তুলতে সুবিধা হয়। প্রতিদিন ৩/৪ ঘন্টা পরিশ্রম করে অনেকে ৬/৭ শত টাকাও আয় করছে। যে যেমন তুলতে পারছে তার আয় তেমন হচ্ছে। এ খাল থেকে প্রতিদিন কমপক্ষে পাঁচশ ব্যক্তি ৮/৯ শ’ মণ ঝিনুক তুলছেন। তিনি বলেন, আগে কখনও এগুলো বিক্রি হতে দেখিনি। মাঝে মধ্যে কুঁড়াতে দেখতাম তবে তারা বিক্রির কথা স্বীকার করতো না। হঠাৎ ১০/১৫ দিন ধরে এ এলাকায় বিক্রি হওয়ার খবর ছড়িয়ে পড়ে। আর তখন থেকে খালে লোকে ভরে যায়। সেখানকার ইউপি সদস্য মো: কাইয়ুম হোসেনের সাথে মোবাইল কথা হলে তিনি প্রথমে স্বীকার করেন চাঁদখালী বাজারের বেশ কিছু ব্যক্তি ঝিনুকের ব্যবসা করেন। তবে অজানা কারণে তাদের বিষয়ে কোন কথা বলতে রাজি হননি তিনি। কয়রা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক বলেন, শামুক-ঝিনুক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। এগুলোকে প্রকৃতির ফিল্টার বলা হয়। তবে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র শামুক রয়েছে সেটা মাছ চাষের জন্য ক্ষতিকর। তিনি আরও বলেন, বণ্য প্রাণী নিধন আইনে প্রাকৃতিক উৎস্য থেকে শামুক-ঝিনুক আহরণে নিষেধাজ্ঞা রয়েছে। অবৈধভাবে এ ব্যবসা করলে কিংবা প্রাকৃতিক উৎস্য থেকে আহরণ করলে শাস্তির আওতায় আনা হবে। পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, সমুদ্রের শামুক-ঝিনুক আহরণ ও ব্যবসা করা আইনত অপরাধ। চাঁদখালী বাজারে কেনাবেচার বিষয়ে তার জানা নেই। খোঁজ নিবেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com