শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

জি এম শাহনেওয়াজ ঢাকা থেকে ॥ দ্বাদশ জাতীয় সংসদের সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনের শপথ কে তাদেরকে শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথগ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন। শপথ অনুষ্ঠানের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথ নেন। পরে একযোগে সবাইকে শপথবাক্য পাঠ করান তিনি। প্রথমে আওয়ামী লীগের ২২২ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেন। এরপর ৬১ জন স্বতন্ত্র সংসদ সদস্য ও পরে জাতীয় পার্টির ১১ জন সংসদ সদস্য শপথ নেন। ওয়ার্কার্স পার্টি ও জাসদের দুই এমপি আওয়ামী লীগের সঙ্গে এবং কল্যাণ পার্টির একজন সংসদ সদস্য স্বতন্ত্রদের সঙ্গে শপথ গ্রহণ করেন। সর্বশেষ উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী স্পিকারের দপ্তরে শপথগ্রহণ করেন স্বতন্ত্র সংসদ সদস্য আওলাদ হোসেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এ কে এম আব্দুস সালাম। শপথগ্রহণ শেষে শপথ বইয়ে স্বার করেন করেন সংসদ সদস্যরা। এরপর তারা অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন। গত মঙ্গলবার নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হয়। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথ অনুষ্ঠান আয়োজনের সাংবিধানিক বাধ্য-বাধকতা রয়েছে। শপথগ্রহণের ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন বসবে। সামনে অনেক চ্যালেঞ্জ আছে মনে করেন এমপি আসাদুজ্জামান নূর : নতুন সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ আছে বলে মন্তব্য করেছেন নীলফামারী-২ (সদর) আসনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। শপথগ্রহণের পর জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেশবাসীর জন্য নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তার মধ্যেই নির্বাচিতদের কর্তব্যগুলোর বিধান দেওয়া আছে। আমাদের মূল দায়িত্ব হলো, প্রধানমন্ত্রী নেতৃত্বে সেই কাজগুলো এগিয়ে নেওয়া। বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। দ্বাদশ জাতীয় সংসদের চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে মাবেক মন্ত্রী নূর বলেন, চ্যালেঞ্জ অনেকগুলোই আছে। তারমধ্যে দ্রব্যমূলের সমস্যা, বেকারত্ব, শিার মান উন্নয়ন, শিল্পোন্নয়ন, আমদানি-রফতানিরেে ত্র ভারসাম্য বাড়ানোর বিষয় আছে। এছাড়া শিল্প-সংস্কৃতির বিষয়ে আমাদের অনেক কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে শিা সঙ্গে সংস্কৃতির সমন্বয় ঘটানো, সবকিছু মিলে আমাদের সামনে অনেক কাজ। উন্নয়নের শুরু আছে, কিন্তু শেষ নেই। সুতরাং সেই ধারা অব্যাহত রাখতে হবে। নিজেকে হারাধনের একটি ছেলে দাবি করলেন মেনন : মতাসীন ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে জিতে নিজেকে ‘হারাধনের একটি ছেলে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পর সাংবাদিকদের প্রশ্ন ছিলো, গত সংসদে জোটের বেশ কয়েকজন এমপি ছিলেন, এবার আপনি একা, অনুভূতি কেমন? জবাবে তিনি বলেন, হারাধনের একটি ছেলে। টেকাটাই গুরুত্বপূর্ণ। সংগ্রাম করে টিকে থাকাটা বড় ব্যাপার। বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষের সঙ্গে চলি, যাদের অর্থবিত্ত নেই তাদের এ ধরনের নির্বাচনে বেরিয়ে আসা কঠিন কাজ। আমার বিজয়টা এবার বিস্ময়কর লেগেছে। কারণ আমি ’৭৩ সাল থেকে এ পর্যন্ত নির্বাচন করে এবার সর্ববৃহৎ ব্যবধানে জিতেছি। প্রায় ৯০ হাজার ভোটে আমি জিতেছি। ভোটে মানুষের স্বতঃস্ফূর্ততা আমার ভালো লেগেছে। রাজধানী ছেড়ে নিজের এলাকায় ফিরে কেমন লাগলো, জানতে চাইলে তিনি বলেন, এই আসনে ১৯৯১ সালেও আমি এমপি ছিলাম। সেখানে পিছিয়ে থাকা লোকজন রয়েছে। তারপরও আমি মনে করেছি যে মানুষ আমাকে পুরোনোভাবেই গ্রহণ করেছে। সেভাবেই তারা আমাকে দেখতে চায়। উত্তাপ ছড়ানো আমার উদ্দেশ্য না : লতিফ সিদ্দিকী : টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিজয়ী সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, সংসদে উত্তাপ ছড়ানো আমার উদ্দেশ্য না। আমার কাছে যা সঙ্গত মনে হয় তাই বলি। তিনি আরো বলেন, উত্তপ্ত বা উত্তাপ, আমি কিন্তু সঙ্গত কথার বাইরে যাই না। আমি যা বিশ্বাস করি, অন্যের কাছে অসঙ্গত মনে হলেও আমার কাছে যা সঙ্গত মনে হয়, আমি তাই বলি। এর বাইরে আমি কোনো কথা বলি না। শপথগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, আমার লক্ষ্য অর্জন আমার উদ্দেশ্য। কে স্বাধীনতা বিরোধী, আর কে পে সেটি বিচার করার বিষয়, তাই এখনই এ নিয়ে মন্তব্য করতে চাই। তবে জনগণ আমাকে রায় দিয়েছে, আমি জনগণের জন্য কাজ করতে চাই। নিজেকে জয় বাংলার লোক দাবি করলেন শাহজাহান ওমর॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ শেষে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্তমানে মতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য শাহজাহান ওমর তার প্রতিক্রিয়ায় বলেছেন, মূলত আমি জয় বাংলার লোক। আমি এর আগেও অনেকবার সংসদে এসেছিলাম। আবার এসেছি। আমাকে প্রধানমন্ত্রী ডেকেছেন, তাই আমি আবার সংসদে এসেছি। মূলতঃ আমি জয় বাংলার লোক। উল্লেখ্য, ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এমপি হওয়ার অনুভূতি প্রথমবার পিতা হওয়ার মতো॥ সৈয়দ ইবরাহীম : সংসদ সদস্য হওয়ার অনুভূতি জানাতে গিয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বলেছেন, প্রথমবারের মতো এমপি হলে ভালোই লাগে, প্রথমবার পিতা হওয়ার মতো। গতকাল বুধবার সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে এ অনুভূতির কথা জানান তিনি। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এতো সেেংপ তাড়াহুড়ো করে বলার প্রয়োজন নেই। পরে কোন এক সময় বলবো। তবে জগণের জন্য কাজ করতে চাই। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে ৮১ হাজার ৯৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন জাতীয় পার্টির বাইরে একমাত্র বিরোধী দলীয় প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহীম। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য জাফর আলম (ট্রাক গাড়ি) পেয়েছেন ৫২ হাজার ৯৮৬ ভোট। স্বতন্ত্রদের অবিভাবক শেখ হাসিনা : পঙ্কজ॥ শপথগ্রহণ শেষে সাংবাদিকদের দেওয়া প্রতিক্রিয়ায় বরিশাল-৪ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেছেন, আমাদের অভিভাবক শেখ হাসিনাই। আমরা দলের পরামর্শেই নির্বাচনে অংশ নিয়েছি। দল যেভাবে বলবে সেভাবেই আমরা কাজ করবো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদ নির্বাচন সফল হয়েছে। গণতন্ত্রের বিজয় হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। তার সাহসী নেতৃত্বের মাধ্যমেই গণতন্ত্র এবং সংবিধান সমুন্নত রয়েছে। দেশ পরিচালনায় তার যোগ্য নেতৃত্ব বিশেষ ভূমিকা রাখছে। স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগেরই বিকল্প প্রার্থী উল্লেখ করে এিমপি পঙ্কজ বলেন, আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি, আমরা মূলতঃ আওয়ামী লীগেরই বিকল্প প্রার্থী। দেশের জনগণের অভিভাবক হচ্ছেন শেখ হাসিনা। দল, দেশ, সরকার এবং সংসদ পরিচালনা তিনি যেভাবে পরামর্শ দেন আমরা সেটাই মেনে নেব। মানুষের সেবা করাই আমাদের রাজনীতি। এ ছাড়াও দেশের সাংবিধানিক ধারা অব্যাহত রাখার জন্য দেশ ও দশের উন্নয়ন রাজনীতির মূল ল্য হিসেবেও উল্লেখ করেন তিনি। সংসদেও রাজপথের মতো ভূমিকা রাখতে চান ব্যারিষ্টার সুমন॥ রাজপথের মতোই সংসদেও আগের মতোই ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমার ভূমিকা আগের মতোই থাকবে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, নিপীড়িত মানুষের পে কথা বলা এবং নিজের এলাকাকে যতটুকু পারা যায় বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বাস্তবিক অর্থে রূপ দেওয়ার চেষ্টা করবো। নামের সঙ্গে সংসদ সদস্য যুক্ত হওয়ায় কেমন মনে হচ্ছে, জানতে চাইলে ব্যারিষ্টার সুমন বলেন, আমি এটাকে (সংসদ সদস্য) আলাদাভাবে নিচ্ছি না। এটা একদমই যায় না। এটা পাঁচ বছরের জন্য। আমি খারাপ করলে লোকজন আমাকে আবার বিদায় করে দেবে। তিনি বলেন, আমার সঙ্গে ‘ব্যারিস্টার’ শব্দটা বাদ যাবে না, এটা মরার আগ পর্যন্ত থাকবে। আমি মনে করছি আমাকে পাঁচ বছরের জন্য একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এমটি সায়েদুল হক সুমন বলেন, আগামীতে দায়িত্ব পালনে অসংখ্য চ্যালেঞ্জ থাকবে। একটা-দুইটা না, অনেক কাজ। বাংলাদেশে কাজ তো কেউই করতে চায় না। তারপরও যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজর থাকে, তাহলে আমি অনেকটুকু পাড়ি দিতে পারবো। ভোটারদের আস্থার প্রতিদান দিতে চান নায়ক ফেরদৌস॥ দল ও ভোটাররা যে বিশ্বাস আস্থা রেখেছেন, তার প্রতিদান দিতে চান প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই নির্বাচিত ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। শপথ গ্রহণ শেষে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের আলাপকালে তিনি বলেন, আমার ওপর যে বিশ্বাস ও আস্থা দলসহ এলাকাবাসী রেখেছেন, তার প্রতিদান যেন দিতে পারি। কোন উন্নয়ন কাজ বিঘ্নিত না হয়, সে চেষ্টাই করে যাবো। আমি যেন সততার সঙ্গে দেশের প্রতি, জনগণের প্রতি বিশেষ করে আমার ঢাকা-১০ আসনের সম্মানিত নাগরিকদের জন্য অর্পিত দায়িত্ব পালন করতে পারি। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি জাতীয় সংসদের ২৯টি আসনের ফলাফলে আওয়ামী লীগ ২২২টি ও জাতীয় পার্টি ১১টি আসনে জয় লাভ করে। এ ছাড়া ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে বিজয়ী হয়েছে। আর ৬২টি আসনে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com