কপিলমুনি প্রতিনিধি ॥ কপিলমুনিতে ২০২৩-২০২৪ অর্থ বছরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সরিষা আবাদের উপর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় সলুয়া রামচন্দ্রনগর ব্লক মাঠ প্রাঙ্গণে পাইকগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বাবু শিবপদ দাশের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র মনিটরিং অফিসার এইচ এম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, বিএডিসির সিনিয়র পরিচালক নাইদুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার আবুল কালাম আজাদ, ইয়াসিন আলী খান, নাহিদ মল্লিক, সরজ উদ্দীন মোড়ল, আফজাল হোসাইন, সাংবাদিক আব্দুল আজিজ, প্রবীর জয়, রফিকুল ইসলাম খান, আসাদুল ইসলাম আসাদ, ফসিয়ার রহমান, কৃষক কেসমত আলীসহ মাঠ পর্যায়ের কৃষকবৃন্দ প্রমুখ। উক্ত সভায় প্রধান অতিথি তার বক্তব্যে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় রোপা আমন-সরিষা-বোরো প্যাট্যান ভিত্তিতে চাষ করা উপর গুরত্ব দেওয়ার জন্য মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ প্রদান করেন। উক্ত সভা শেষে বারি সরিষা,১৪ সলুয়া রামচন্দ্রনগর প্রদর্শনী ব্লক ঘুরে দেখেন কৃষি কর্মকর্তাবৃন্দ।