বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদরের বাঁশদহর দিগন্ত জুড়ে ফসলের মাঠ ভরে গেছে সরিসার ফুলে। সরিসার ক্ষেতে হলুদ ফুলের মাঝে কৃষকের স্বস্তির হাসি। সরেজমিনে দেখো গেছে বাঁশদহর বিস্তৃর্ণ মাঠে সরিসার ব্যাপক ফলন। প্রকৃতি ও আবহাওয়া সবকিছু ঠিকঠাক মত থাকলে এবার হবে সরিষার বাম্পার ফলন। তবে জানাগেছে ভোজ্য তেলের দাম বাড়ার ফলে দিনে দিনে বাড়ছে সরিসার তেলের চাহিদা। অপরদিকে দাম ভাল পাওয়ায় কৃষকেরা ঝুকছে সরিসার আবাদের দিকে । এবার সরিষার বাম্পার ফলনে দেখা দিতে পারে গ্রামীন অর্থনীতিতে নতুন সম্ভবনার দুয়ার। কিছুটা হলেও কমতে পারে সোয়াবিন পাম তেলের দাম। দেশী জাতের সরিসার সাথে সাথে চাষ করেছেন কৃষকেরা বিদেশী জাতেরও। এর মধ্যে আছে বারি-১৪ও বারি ১৫। এসব জাতের ফলন বেশি হওয়ায় কৃষকেরা বেশি করে ঝুকে পড়েছে বিদেশী জাতের চাষের ওপর।এ বিষয়ে কয়েকজন চাষির সাথে আলাপ কালে জানান,সরিষার আবাদে তেমন বেশী চাষ লাগে না, আবার অনেক সময় বিনা চাষেও হয় ফলন। এছাড়া খুব বেশী সার কীটনাশক প্রয়োজন হয়না সরিসা চাষে। সরিষার ব্যাপক চাষের ফলে কিছুটা হলেও কমবে সোয়াবিন পামওয়েল তেলের চাহিদা।সব কিছু মিলিয়ে সরিষার ব্যাপক ফলনে কিছুটা হলেও চাপ কমতে পারে ভোক্তা ও কৃষকদের।