কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের অভিযানে ৪জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। রোববার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। থানা পুলিশ জানায়, পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে কলারোয়া থানার অফিসার ফোর্স ১৪/০১/২০২৪ তারিখ থানা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী কলারোয়া পৌর সদরের মুরারীকাটি গ্রামের মৃত চহর আলীর ছেলে আফসার আলী,তার স্ত্রী নাছিরা বেগম, ছেলে ইয়াছিন আলী,তুলশীডাঙ্গা গ্রামের রহিম মোল্লার ছেলে রকিবুল ইসলাম চঞ্চল। কলারোয়া থানার ওসি তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।