স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর আসনের নব নির্বাচীত সংসদ সদস্য ও জেলা জাতীয়পার্টির সাধারন সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশুর শপথের পর আগামীকাল সাতক্ষীরায় প্রথম আগমন উপলক্ষে গতকাল বিকালে শহরের মাষ্টারপাড়ায় সাবেক সংসদ সদস্য এমএ জব্বারের বাসভবনে জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল বিকালে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে ও সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির সভাপতি ও পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শাখাওতুল করিম পিটুল, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, জেলা ছাত্র সমাজের সভাপতি ও কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল প্রমুখ। সভায় বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুর সাতক্ষীরায় আগমন যাতে স্মরণকালের সেরা হয় সেই বিষয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন। এসময় পৌরসভা ও সদর উপজেলার ১৪টি ইউনিয়নের জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।