শনিবার, ১৭ মে ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিএসএফের রেখে যাওয়া ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর দেবহাটা বিএনপির সদস্য নবায়ন উদ্বোধনী আয়োজনে জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলারোয়ায যুবদল নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ মুন্সীগঞ্জে তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরণ শ্রীউলায় ইউনিয়ন পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ভাড়াশিমলায় ২৫০ প্রান্তিক কৃষানের মধ্যে সবজির বীজ বিতরণ খুলনার সাবেক মহিলা কাউন্সিলর গ্রেফতার বসন্তপুর ফকিরপাড়া জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল

শপথ গ্রহণ পরবর্তী এমপি রশীদুজ্জামানের নির্বাচনী এলাকায় প্রবেশ, ফুল ছিটিয়ে বরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

কপিলমুনি প্রতিনিধি ॥ আমার পাইকগাছা কয়রার মানুষ স্বস্তিতে থাকবে, ব্যবসা বাণিজ্য করবে, স্বাভাবিক জীবনযাপন করবে। এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করে সমৃদ্ধ পাইকগাছা-কয়রা গড়ে তোলার লক্ষে আমি কাজ করবো। আজ থেকে আমি সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। আপনারা আমার কাছের মানুষ, অতি আপনজন। বিগতদিন গুলোতে আপনারা যেমন আমার সাথে ছিলেন, তেমনি এখনও থাকবেন। আমাদের জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ২০৪১ ভিশন সফলে সকলকে একত্রে কাজ করতে হবে। এ অঙ্গিকারে আমি বদ্ধ পরিকর। শপথ পরবর্তী সোমবার নিজ নির্বাচনী এলাকার প্রবেশদ্বার পাইকগাছা-কয়রা উপজেলার তালা সীমান্তবর্তী শাপলা চত্বরে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতে তিনি এসব কথা বলেন। এসময় তাকে ফুলের মালা ও ফুল ছিটিয়ে বরণ করে নেন এলাকাবাসী ও আওয়ামীলীগের নেতাকর্মীরা। পথসভা পরবর্তী কপিলমুনি জাফর আওলীয়া মাজার জিয়ারত ও কপিলেশ্বরী কালীমন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শপথ পরবর্তী নির্বাচনী এলাকায় আগমনে প্রবেশদ্বার কপিলমুনি যেন সেজেছে এক অপরুপ সাজে। তার আগমনী বার্তায় নৌকার আদলে দৃষ্টিনন্দন গেট তৈরী করা হয়েছে খুলনা-পাইকগাছার মেইন সড়কে। তার আগমনী বার্তায় আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে যেন নতুন করে ফিরেছে উচ্ছাস্ব। বাঁধ ভাঙ্গা জোয়ারে এমপি রশীদুজ্জামান কে সাদরে বরণ করে নিতে নানা প্রস্তুতি লক্ষ্যে করা গেছে তাদের মাঝে। তাকে বরণ করে নিতে অভিনন্দন জানিয়ে সড়ক জুড়ে নির্মাণ করা হয়েছে একাধীক তোরণ। ব্যাতিক্রমী তোরণ তৈরী করেছেন কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কপিলমুনি কেকেএসপি। ফুটবলের আদলে তৈরী করা হয়েছে অভিনন্দন তোরণ। এছাড়া একাধীক তরুণের মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ পাইকগাছা উপজেলা শাখা, ২নং কপিলমুনি ইউনিয়ন পরিষদ, কপিলমুনি ও হরিঢালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামীলীগ কপিলমুনি ইউনিয়ন শাখা, সাথী জুয়েলার্স, ১নং হরিঢালী ইউনিয়নবাসী, হরিঢালী ইউনিয়ন আওয়ামীলীগ, কপিলমুনি নিকারীপাড়া, কাশিমনগর মৎস্য আড়ৎ মালিক সমিতি, কাশিমনগর রেজাকপুর ও রামনগর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে নবনির্বাচিত এমপি মোঃ রশীদুজ্জামানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এসব বঙ্গবুন্ধ তোরণ তৈরী করা হয়েছে। পাইকগাছা-কয়রা থেকে নবনির্বাচিত এমপি হিসেবে শপথ গ্রহণ পরবর্তী আজ সোমবার সকাল ১১ টায় জাতীর জনক বঙ্গবুন্ধ শেখ মুজিবর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিকাল ৩ টায় তিনি নিজ সংসদীয় আসন পাইকগাছা-কয়রায় প্রবেশ করেন। এসময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান টিপু, যুগ্ন-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউপি সদস্য কওছার আলী জোয়ার্দ্দার, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, লস্কর ইউপি চেয়ারম্যান তুহিন কাগুজী, গদাইপুর ইউপি চেয়ারম্যান জিয়াদুল ইসলাম, কপিলমুনি কেকেএসপির সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক এম বুলবুল আহমেদ, কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, চম্পক কুমার পাল, কপিলমুনি পুলিশিং কমিটির সভাপতি সাধন কুমার ভদ্র, ইউনিয়ন আওয়ামীলীগের কোষাধক্ষ্য বিধান চন্দ্র ভদ্র, রামপ্রসাদ পাল, মাহমুদ আসলাম, শিমুল বিল্লাহ বাপী, জগদীশ চন্দ্র দে, হিমাদ্রী শেখর দে, অলোক মজুমদার, পবিত্র সাধু, বিপ্লব সাধু, কৃষেন্দ দত্ত, বিশ্বজিত সাধু, হাফিজুর রহমান, তৈয়বুর রহমান রকি, সীমান্ত রায় ও আব্দুল হাকিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com