কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের সংবর্ধনা প্রদান করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা আ’লীগের আয়োজনে গতকাল বিকালে বঙ্গবন্ধু ম্যুরালের পাদ দেশে উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সির সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান এনামুল হোসেন ছোটর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। তিনি বলেন আমি আমার বাকি জীবনটি সাতক্ষীরা ৪ আসনের জনগনের সেবাই বিলিয়ে দিতে চাই। বঙ্গবন্ধুর রাজনীতির আদর্শে বিশ্বাসী হয়ে আপনাদের সকলের সহায়তায় আজ আমি সংসদ ভবনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশন্য়া ঝাঁপিয়ে পড়ে বাকি জীবন দেশ মাতৃকার টানে বিলিয়ে দিবো। কালিগঞ্জ শ্যামনগর উপজেলার মা মাটির সাথে মিশে থেকে আপনাদের সেবা দিতে কোন দিন কুন্ঠাবোধ করব না। আমি গুন্ডা হুন্ডার রাজনীতিতে বিশ্বাসী নই। আমার পাশে দালাল, চাঁদাবাজ দখলদারদের কোন স্থান নেই। কালিগঞ্জের মানুষ যে আমাকে কত ভালবাসেন তার বড় প্রমান আজকের অনুষ্ঠানই বলে দিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের নেতা ও ইউপি চেয়ারম্যান গাজি আনিসুজ্জামান আনিস, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, আ’লীগের নেতা এড. মোজহার হোসেন কান্টু, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, চেয়ারম্যান এড. শোকর আলী। শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, আ’লীগের নেতা সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, আ’লীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, সমাজসেবক শেখ আব্দুল্লাহ। মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল প্রমূখ। অন্যান্যদের মধ্যে শেখ আনোয়ার হোসেন, সহ কালিগঞ্জ শ্যামনগর উপজেলা আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমীক লীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুব মহিলা লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মি উপস্থিত ছিলেন।