রতনপুর কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার রতনপুর ডাকাতি সংঘটিত হয়েছে। ঘটনাটি গতকাল রাত আনুমানিক ১টায় ইউনিয়নের শওকতের বাড়িতে ঘটেছে। সরজমিনে জানা গেছে রাতে ঐ অজ্ঞত ৭-৮ জন মুখোশ পরে শওকতের বাড়িতে আসেন। প্রথমে একজন শালিকে ডেকে বাহিরে আনেন এবং বেধে ফেলেন। পরে আগুন আগুন বলে চিৎকার করতে থাকেন । ঘর থেকে মানুষ বাহিরে আসলে তারা এক এক করে বাসার সবাইকে গাছের সাথে বেঁধে ফেলেন। পরে ঘর থেকে বিপুল পরিমাণ স্বর্ণও টাকা নিয়ে পালিয়ে যান। স্থানীয় প্রতিবেশীরা পরে জানতে পেরে তাদেরকে উদ্ধার করেন। এ বিষয়টি নিয়ে এলাকাবাসী ভীতি সৃষ্টি হয়েছে। দ্রুত অপরাধী দের বিচারের আওতায় আনার দাবী জানিয়েছে স্থানীয় ব্যক্তিবর্গ।