স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সিটি কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হলেন আগরদাড়ী ইউপির চেয়ারম্যান মো: কবির হোসেন মিলন ও বিদ্যুৎসাহী সদস্য হলেন আগরদাড়ী ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক তাপস কুমার আশ্চার্য। জানাগেছে, সাতক্ষীরা সিটি কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠ ভাবে অব্যাহত রাখার স্বার্থে এই কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা অনুরাগী চেয়ারম্যান কবির হোসেন দীর্ঘদিন ইউনিয়নের শিক্ষা কার্যক্রমকে গতিশীল করার জন্য কাজ করে যাচ্ছেন। শুধু তাই নয় সাম্প্রতিক ইউনিয়নে বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পাঠদান করাতে দেখা গেছে। উল্লেখ্য সাতক্ষীরা সিটি কলেজের নতুন এডহক কমিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদন ক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক পত্রে নিশ্চিত করেছেন।