বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার ইন্দ্রনগরে প্রগতি লাইফ ইন্সুরেন্সের মৃত্যুদাবীর চেক প্রদান করা হয়েছে। প্রগতি লাইফ ইন্সুরেন্ট সাতক্ষীরা সার্ভিস সেন্টারের এজিএম মোল্যা রহমতুল্লাহ’র সভাপতিত্বে গতকাল ১৭ জানুয়ারী বুধবার বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে প্রগতি লাইফ ইন্সুরেন্সের খুলনা সার্ভিস সেন্টারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস.এম আব্দুর রহিম আনুষ্ঠানিকভাবে এক চেক প্রদান করেন। ইন্দ্রনগর গ্রামের বীমা গ্রাহক আব্দুল জব্বার মৃত্যু বরণ করায় তার স্ত্রীর হাতে ৫লক্ষ টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নলতা ইউপি সদস্য মোঃ আব্দুল গফুরসহ ইউপি সদস্য আম্বিয়া খাতুন, আব্দুস সবুর গাজী মামুন বিল্লাহ প্রমূখ।