বিষ্ণুপুর কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জের বিষ্ণপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর গ্রামের রফিকুল ইসলাম শীতকালীন সবজি বাঁধাকপির চাষ করে বাম্পার ফলন হয়েছে। চলতি বছরে ভাল দাম পাওয়ায় আরও বেশি বাঁধাকপির চাষ শুরু করেছে চাষীরা। গতকাল সরজমিনে গিয়ে দেখ গেছে বিঘাপ্রতি ৩৫ হাজার টাকা ব্যয় করে, তা থেকে আয় আসবে প্রায় ৯০ হাজার টাকা। বাঁধাকপি লাগানোর তিন মাসের মধ্যে ফসল কেটে বাজার জাত করতে পারে চাষীরা। কার্তিক মাসের শুরু থেকে মাঠে রোপন করা হয়েছে বাঁধাকপির চারাবীজ। এদিকে চাষী রফিকুল ইসলাম বলেন জমি তৈরির পর বীজের দু’পাশ বেঁধে দেয় তারা। চারাবীজ বোপনের কয়েক দিন পর, যখন বাঁধাকপির চারাগুলো একটু বড় হতে থাকে, তখন আবারও ইউরিয়া- ও ফসফেট ছিটিয়ে দিয়ে থাকি। এক সপ্তাহ পর পর জমিতে পানি সেচ দিতে হয়। বিষ্ণুপুর ইউনিয়ন কৃষি লিড ফারমার আশিক ইকবাল বলেন এবছর বাঁধাকপির ফলন ভালো হয়েছে এবং বেশি দাম পাবো। এইবার আমি ২ বিঘা জমিতে বাঁধাকপির চাষ করেছি। আমার প্রতিটি বাঁধাকপির গাছে ফল ভাল হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে বাঁধাকপি তুলে বাজার জাত করবো। এবছর কপির দাম বাজারে ভাল আছে। বিষ্ণুপুর উপ-সহকারী কৃষি অফিসার মাহফুজুর রহমান তিনি বলেন চলতি মৌসুমে উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে আমার এই ইউনিয়নের বন্ধকাটি ব্লকে ৩ হেক্টর জমিতে বাঁধাকপির চাষ করেছেন কৃষকরা। অন্য বছরের চেয়ে এবছর বাঁধাকপির ভাল ফলনের সম্ভাবনা রয়েছে।