কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জের বসন্তপুর সীমান্তে সৈয়দ বুলাহ্ (রঃ) তিন ব্যাপি বার্ষিক ওরছ শরীফ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। বুধবার সকাল ৯টায় আখেরী মোনাজাত পরিচালনা করেন মাওলানা তাহেরী আতঃ( ব্রাক্ষনবাড়িয়া)। গত সোম,মঙ্গল,বুধ তিন দিন ব্যাপি ওরছ শরীফ উপলক্ষে মাজার শরীফ কমিটি আয়োজিত মাহফিল এ বছর ধর্মীয় ভাব গম্ভির্য্যের সহিত অতিবাহিত হযেছে। মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন হাফেজ মাওলানা মাঈন উদ্দীন(আত-তাহেরী),বিঃ বাড়ীয়া)। দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা পেশ করেন হাফেজ হযরত মাঃ কারী আজমল হোসাইন রায়হান (খতিবও পেশ ইমাম মডেল মসজিদগ আশাশনি সাতক্ষীরা। শেষ দিনে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন হযরত মাওলানা জয়নাল আজারী। ওরছ শরীফ মাহফিলে প্রথম দিনে সভাপতিত্ব করেন মাওলান আব্দুর রহমান শেষ দিনে হাফেজ মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আখেরী মোজাতে অংশ নেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন।বিশেষ অতিথি হিিেসবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল,মথুরেশপুর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম,উপজেলা আ“লীগের সাধারন সম্পাদক মোঃ এনামুল হোসেন ছোট, যুগ্ন সাধারন সম্পাদক ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন,মথুরেশপুর ইউনিয়ন আ“লীগের সভাপতি শেখ মোখলেছুর রহমান মুকুল,মোঃ রফিকুল ইসলাম.গ্রাম ডাক্তার মোঃ আজিুজুল ইসলাম, মাওলানা আবু সাঈদ । মাজার শরীফ কমিটি সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমে শত শত পীর ভক্ত মুুসুল্লির উপস্থিতিতে উক্ত ওরশ শরীফ ধর্মীয় ভাবগম্ভির্যের সাহিত হাঁড় কাপানো কুয়াশাচ্ছন্ন শীতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়।