স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো: আশরাফুজ্জামান আশুর সহ সদর উপজেলা পরিষদের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদের আয়োজনে গতকাল সকাল ১০টায় উপজেলা ডিজিটাল সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য মো: আশরাফুজ্জামান আশু। তিনি বলেন, সাতক্ষীরার জনগন আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন, আমার নির্বাচনী ওয়াদা অনুযায়ী কাজ করবো, বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু সাতক্ষীরা সদরে বহু এলাকায় এখনও কাঁচা রাস্তা রয়েছে। এসকল রাস্তার উন্নয়নের পাশাপাশি সকল মিল-কারাখানা সচল করা হবে। আমার অর্থের প্রয়োজন নেই। জনগনের কল্যানে কাজ করতে চাই। জনগনের কল্যানে কাজ করতে চাই। সকলের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর সাতক্ষীরা গড়ে তোলা সম্ভব। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফরহাদ জামিল, ভাইস চেয়ারম্যান তানভীর হোসেন সুজন ও কহিনুর ইসলাম সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।