স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সুলতানপুর কাঁচা বাজারে পূর্ব শত্র“তার জের ধরে কথাকাটাকাটিতে উভয় পক্ষের কমপক্ষে ৭ জন আহত হয়েছে। ঘটনাটি গতকাল বিকাল সাড়ে তিনটায় ও বাদ মাগরিব সুলতানপুর বাজারে ঘটে। আহতরা হলেন বর্তমান কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব রজব আলির সমর্থক সদর হাসপাতালে চিকিৎসাধীন শামীমুর রহমান (৩৮)। সে বাজার কমিটির সভাপতি আলহাজ্ব রওশন আলীর পুত্র। টিটু (২৫)। সে পারকুখরালী মোহর আলী সরদারের পুত্র। সবুর ৫৩। দোহাখোলা গ্রামের আনজুর সরদারের পুত্র। আলিয়া মাদ্রাসা এলাকা সিরাজুলের পুত্র রমজান আলী (৫০)। অপরদিকে আহতরা হলেন সাবেক সাধারন সম্পাদক সদর হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রহিম বাবু, তার সমর্থক ঘুটিরডাঙ্গি এলাকার বাকের আলীর পুত্র আওয়াল (৪০), আলিপুর এলাকার সোহবান সরদারের পুত্র হাফিজুল ইসলাম (৪২)। উভয় গ্র“পের মধ্যে গুরুত্বর জখম হয়েছেন শামীম ও আওয়াল। বাজার কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব রজব আলি দৃষ্টিপাতকে জানান, গত নির্বাচনে সাবেক সম্পাদক আব্দুর রহিম বাবু পরাজিত হয়ে বিভিন্ন সময় বর্তমান সভাপতির সম্পাদক কে অশ্লীল ভাবে গালিগালাজ করে আসছে। এমনকি গতকাল সভাপতির পালিত পুত্র ইউনুছকে ডেকে তার পিতা সহ কমিটি সম্পর্কে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। পরে বিকাল সাড়ে ৩টায় বাবুর কাছে গালিগালাজের বিষয় জানতে চাইলে সে আরো উত্তেজিত হয়ে তার নেতৃত্বে ইসরাফিল, সবুজ সহ ২০ থেকে ২৫ জন আমাদের উপর হামলা চালায়। এ সময় টিটু, সবুর, রমজান সহ অনেকে আহত হয়। এবং সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে সভাপতির পুত্র শামীতের উপর হামলা করে গুরতর জখম করে। আমরা থানায় এজহারের প্রস্তুতি নিচ্ছি। সাবেক সম্পাদক আব্দুর রহিম বাবু বলেন, বর্তমান সভাপতি রওশান ও সাধারন সম্পাদক রজব আলী বাদশা সহ কয়েকজন মিলে আমার সমর্থক মো: হাফিজুল ও আওয়ালকে মারপিট করে। পরে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এসে গালিগালাজের বিষয়ে জানতে চাওয়া এক পর্যায়ে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে মারপিঠ শুরু করে। আমি সুস্থ হয়ে এজাহার দায়ের করবো। এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম দৃষ্টিপাতকে জানান, বর্তমান সভাপতি রওশন গ্র“পের সমর্থকরা কথাকাটাকাটির এক পর্যায়ে বাবু সহ তার সমর্থকদের মারপিঠ করে। তবে সন্ধ্যায় রওশনের ছেলেকে মারপিট করার খবর পেয়েছি। ঘটনার সময় বাজারে টানটান উত্তেজনা ছিল। পুলিশ তাৎক্ষনিক উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। কোন পক্ষ অভিযোগ দেইনি। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা গ্রহন করা হবে।