স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ ও জেলা আ’লীগের সহ-সভাপতি এড. এসএম হায়দার আর নেই। তিনি গতকাল দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা মহাখালী আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি——রাজিউন)। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি এড. এসএম হায়দার বেশ কিছুদিন অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। তিনি সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘ দিন শহরে স্থায়ীভাবে বসবাস করতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮৩) বছর। তিনি স্ত্রী ২ পুত্র, ১ কন্যা আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজা আজ সকাল ১০টায় সাতক্ষীরা কালেক্টরেট জামে মসজিদ চত্ত্বরে অনুষ্ঠিত হবে। এবং জুমা বাদ মরহুমের গ্রামের বাড়ি গোবরদাড়ী অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরহুমের লাশ পরিবারীক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এড. আকম রেজওয়ান উল্লাহ সবুজ।