স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সিটি কলেজে সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন আগরদাড়ি ইউপি চেয়ারম্যান ও কলেজের এডহক কমিটির সভাপতি মো: কবির হোসেন মিলন। গতকাল বেলা ১২টায় সিটি কলেজের অধ্যক্ষের কার্যালয় ইউপি চেয়ারম্যান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমার নানা আলহাজ্ব আব্দুল আজিজ সরদার এই কলেজের প্রথম জমি দান করেন। তৎকালীন সময় আমার পিতা মোঃ নূর ইসলাম অফিস সহকারী হিসাবে যোগদান করেন। ২০০৮ সালে পিতার মৃত্যুর পর আমাকে মাষ্টার রোলে নিয়োগ দেওয়া হয়। আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করি। সেই থেকে কলেজের বেতন ভাতা উত্তোলন করি না। শুধু তাই নই ইউনিয়ন পরিষদে আমার প্রাপ্ত ভাতা গ্রহন না করে সেই টাকা পরিষদের ফান্ডে জমা হয়। তিনি আরও বলেন, গত ০৯/০১/২৪ ইং হতে আমি কলেজের পদটি ছেড়ে দিয়ে ছিলাম। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের নির্দেশক্রমে আমাকে কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে। কিন্তু একটি পক্ষ আমি কলেজ ও ইউনিয়ন পরিষদ থেকে বেতন উত্তোলন করি মর্মে তথ্য প্রদান করে সাংবাদিকদের মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রকৃতপক্ষে এটি সঠিক নয়। শুধু তাই নই আমার রাজনৈতিক পরিচয় নিয়েও মিথ্যাচার করা হচ্ছে। আমি কলেজকে সুন্দরভাবে সাজাতে চাই। সিটি কলেজের পূর্বের ঐতিহ্য ফিরিয়ে নিতে সকল ব্যবস্থা গ্রহন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎসাহী সদস্য তাপস আশ্চার্য, কলেজের উপাধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন। এর পূর্বে এডহক কমিটির সভাপতি কবির হোসেন শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।