কৃষ্ণনগর (কালিগঞ্জ)প্রতিনিধি ॥ ব্রাক ওয়াশ কর্মসূচির আওতায় বৃষ্টির পানি ট্যাংকে ধরে রেখে সুপেয় পানি পানের সুযোগ পেয়েছে কালিকাপুর সিদ্দীকা দাখিল মাদ্রাসার কয়েক শত শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে কয়েক মাইল পথ পাড়ি দিয়ে খাবার পানি বহন করে নিয়ে আসতে হতো । পানির প্লান উদ্বোধন করায় পুকুর বা নলকূপ থেকে পানি বহন করে আনার কষ্ট লাঘব হয়েছে। সুপেয় পানির অভাব দূর করতে প্রকল্পের আওতায় ১০ হাজার লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন ৩টি ট্যাংক স্থাপন করে দেওয়া হয়েছে। কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা সহ পার্শ্ববর্তী এক থেকে দুই কিলোমিটারের ভিতরে গভীর নলকূপ স্থাপন করা যায় না। অন্যদিকে নলকূপের পানি লবণাক্ত ও আর্সেনিক যুক্ত। তাই সুপেয় পানির সংকট দূর করতে বৃষ্টির পানি ধরে রাখতে পানির ট্যাংক স্থাপন করা হয়েছে। প্রকল্পটির কাজ শেষে গত ১৮ জানুয়ারি সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা শেখ শাহাবাজ আলীর সভাপতিত্বে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাস্টার ইউসুফ আলী, মাদ্রাসা সুপার মাওলানা ইদ্রিস আলী। আরো উপস্থিত ছিলেন ব্র্যাকের ওয়াশ কর্মসূচীর প্রোগ্রাম অর্গানাইজার বাবু গোপেন চন্দ্র রায়। তিনি তার আলোচনায় বলেন, বৃষ্টি হলেই ছাদের নিচে বসানো পাইপ থেকে পানি ফিল্টারে যাবে ফিল্টার থেকে ভালো পানি ট্যাংকের ভিতরে গিয়ে জমা হবে। আর ময়লাযুক্ত পানি ওয়াস আউটের মাধ্যমে বাইরে পড়ে যাবে। ট্যাংকে থাকা ট্যাপ ঘোড়ালেই পানি মিলবে। কোন ঝামেলা ছাড়াই সুপেয় পানি পাবে কালিকাপুর সিদ্দীকিয়া দাখিল মাদ্রাসার কয়েক শত শিক্ষার্থীও শিক্ষকবৃন্দ। ১০ হাজার লিটার ৩টি ট্যাংকটিতে বৃষ্টির পানি ধরে রাখলে প্রায় এক বছরই পান করতে পারবে। বৃষ্টির পানি পান করলে শরীরে জমে থাকার টক্সিন বের হয়ে যায়। সেই সঙ্গে হজম ক্ষমতার উন্নতি ও রক্তের পিএইচ স্বাভাবিক মাত্রায় নিয়ে আসে। ফলে শরীরে অ্যাসিডিটির মাত্রা কমে যেয়ে রোগের প্রকোপ কমে আসে। বৃষ্টির পানিতে আছে অ্যালকালাইন উপাদান। যা পিএইচ ক্যান্সার কোষের বৃদ্ধি রুখে দেয়। মাস্টার হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি শেখ ফারুক নেওয়াজ, ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব মাওলানা আবু আইয়ুব আনসারী সহ ছাত্র শিক্ষক ও অভিভাবকবৃন্দ। উল্লেখ্য ব্রাক ওয়াশ-কর্ম সূচীর আওতায় অত্র মাদ্রাসায় ছাত্রীদের জন্য তিন কক্ষ বিশিষ্ট স্বাস্থ্যসম্মত ল্যাটিন ও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।