এম এম নুর আলম ॥ রংপুর বিভাগের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া আশাশুনি উপজেলার কৃতি সন্তান আবু বক্কর সিদ্দিককে গণসংবর্ধনা ও প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শ্রীউলায় পুলিশ কর্মকর্তার নিজ গ্রামের নাকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দীপুর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি আবু বক্কর সিদ্দিক তার বক্তব্যে বলেন, যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিতে সুশিক্ষার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চায় মনোযোগী হতে হবে। বড় কিছু হতে হলে লক্ষ্য টাকে স্থির করতে হবে। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে সহায়তা করলে বিশ্ব দরবারে বাংলাদেশের মাথা উঁচু হবে। এসময় সংবর্ধিত অতিথির সহোদর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর হিসাবরক্ষক মোঃ ফরহাদ হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠিত প্রীতি ভলিবল খেলায় অংশগ্রহণ করে হাঁড়িভাঙ্গা ভলিবল একাদশ ও শ্রীউলা একাদশ। খেলায় ২-১ গেমের ব্যবধানে হাঁড়িভাঙ্গা একাদশ বিজয়ী হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।