বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি সরকারি কলেজ ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শীতকালীন ঐতিহ্য পিঠা উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী কলেজ ও বিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীদের আন্তরিক প্রচেষ্টায় এ উৎসবের আয়োজন করা হয়। কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত পিঠা উৎসবে সভাপতিত্ব করেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে পিঠা উৎসবের উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, জগদীশ চন্দ্র সানাসহ শিক্ষক, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থীবৃন্দসহ সকল শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অরপদিকে, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে পিঠা উৎসবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রনি আলম নূর। বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান প্রমুখ। পৃথক পৃথক স্থানে পিঠা উৎসবে হরেক রকমের পিঠা সাজিয়ে বেখে প্রদর্শন ও আপ্যায়িত করা হয়।