বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে উপজেলা পর্যায়ে ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় উপজেলার ৮ টি সাব-জোনের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, এ্যাথলেটিক্স ও সাইক্লিংসহ বিভিন্ন খেলাধূলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে সমাপনী অনুষ্ঠান ও বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ হাজার হাজার দর্শক উপস্থিত উপস্থিত ছিলেন। সমগ্র খেলাধুলার ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন।