বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ১৮ জানুয়ারী বৃহস্পতিবার বাদ মাগরিব হতে নলতা শরীফ শাহী জামে মসজিদে সুলতানুল হিন্দ গরীবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দীন চিশতী আজমেরী সানজারী (র.) এর পবিত্র ওরছ শরীফ উপলক্ষে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে নলতা পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও মিশনের সহ-সভাপতি আলহাজ্জ শিক্ষক মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য রাখেন, মুফতি, মুহাদ্দিস, মুফাস্সীর হাফেজ ও ক্বারী হযরত মাওলানা মোঃ সাইফুল ইসলাম, জুরাইন মাজার, কেন্দ্রীয় শাহী জামে মসজিদ, ঢাকা। আলহাজ্জ মাওলানা মোঃ আবু সাঈদ প্রমূখ। কুরআন তেলোয়াত করেন, নলতা শরীফ শাহী জামে মছজিদের মুয়াজ্জিন মৌলভী মোঃ খানজাহান আলী। মিলাদ শরীফ পরিচালনা করেন, হাফেজ মোঃ হাবিবুর রহমান। গজল পরিবেশন করেন, মোঃ শাহীন আলম, মোঃ রবিউল ইসলাম, মোঃ কামরুজ্জামান, মোঃ আনিছুর রহমান। পীর কেবলা (র.) লিখিত গ্রন্থ থেকে পাঠ করেন, আলহাজ্জ শিক্ষক আবুল ফজল। অনুষ্ঠানের শেষপ্রান্তে দোয়া করা হয়।