বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগরে ব্যবসায়ী মোঃ আব্দুল গাজী (৮০) এর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ব্যবসায়ী মোঃ আব্দুল গাজীর সুযোগ্য সন্তানেরা ও পরিবারের আয়োজনে তার নিজস্ব বাসভবনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, আলেম ওলামায়ে কেরামগণ, আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তার স্মৃতিচারণ ও বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করা হয়। দোয়া অনুষ্ঠানে মরহুমের বড় পুত্র বিশিষ্ট সমাজসেবক ডাঃ মোঃ রুহুল আমিন তার পিতা ও মাতা সহ সকলের জান্নাত কামনা করে দোয়া চান। এসময় উপস্থিত ছিলেন প্রভাষক ডি এম আসাদুজ্জামান, ইউপি সদস্য মোবারক হোসেন লাচ্চু, সাবেক ইউপি সদস্য মোঃ জমাত আলী গাজী, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোঃ শহীদুল্লাহ, সাংবাদিক এস এম জাকির হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ব্যবসায়ী মোঃ আব্দুল গাজীর রুহেরশান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রামচন্দ্রপুর জামে মসজিদের পেশ ইমাম সিনিয়র শিক্ষক মাওঃ আব্দুল মজিদ। উল্লেখ্য তিনি গত বৃহস্পতিবার দুপুর ২ টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন। তিনি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ডাক্তার মোঃ রুহুল আমিন এর শ্রদ্ধেয় পিতা ও মৃত জমির গাজীর পুত্র।