কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের অভিযানে ৩৫ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার ব্রজবক্স গ্রামের আব্দুস সোহবানের ছেলে হাসান সরদার (৩৭) এবং গোপিনাথপুর গ্রামের ইজাহার আলীর ছেলে শফিকুল ইসলাম (৪২)। থানা পুলিশ জানায়, সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ সাখায়েতুল ইসলাম ও এএসআই(নিঃ)/মোঃ বাবর আলী সঙ্গীয় অফিসার ফোর্স সহ শুক্রবার ওই সময় থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে ওইসব মাদকদ্রবসহ তাদেরকে আটক করা হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ তাদের আটকের বিসয়টি নিশ্চিত করেছেন।