বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার বাদ আছর গার্ড অব অনার, নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের মরহুম মাহবুবর রহমানের ছেলে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন (৭০) শনিবার ভোর ৫ টার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্নলিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। এদিন স্থানীয় ঈদগাহ ময়দানে চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় সরকারি প্রতিনিধি হিসাবে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মিনাক কুমার বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নানসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।