বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড়কুপোটে খোসালখালী খাল উন্মুক্ত ও পুনঃজীবনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে স্থানীয় এলাকাবাসী, সিডিও ইযুথ টিমের শিক্ষার্থী ও যুবাদের আয়োজনে স্থানীয় শত শত নারী-পুরুষদের উপস্থিতিতে খালখেকোদের দস্যুতায় মৃতপ্রায় খালটির পুনঃজীবন ও উন্মুক্ত করার দাবি জানিয়ে ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশ ও মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ মালি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, সিএনআরএস এর প্রকল্প কর্মকর্তা নাজিম উদ্দীন আহমেদ, মাসুম বিল্লাহ, দীপক মিস্ত্রি, হাফিজুর রহমান হাফিজ, আনিসুর রহমান মিলন, সুলতান গাজী, আব্দুল খালেক গাজী, নাসির উদ্দীন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, এই খাস খালটি খালখেকোরা ইজারা নিয়ে জীবন্ত খালকে মেরে ফেলেছে। কোথাও কোথাও খালটিকে গর্ত বা ডোবা মনে হবে নতুন মানুষদের কাছে। আবার অনেক জায়গা দখল হয়ে প্রায় বসতিও বানানোর চেষ্টা চলছে। যার ফলে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। সাধারণ মানুষ পড়ে ভোগান্তিতে। এ অবস্থায় খালটিকে উন্মুক্ত একইসাথে পুণঃজীবনের জন্য দৃশ্যমান খননের জন্য প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। তা না হলে এলাকার প্রাণবৈচিত্র্য ধ্বংস হবে। সাধারণ মানুষ বিক্ষুব্ধ হবে এলাকায় পরিবেশ রক্ষার আন্দোলন ছড়িয়ে পড়বে। এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসনের পক্ষে আরডিসি মোঃ আরিফুর রহমান, উপজেলা সার্ভেয়ার সজল হোসেন, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোশাররফ হোসেন। এসময় আরডিসি উভয় পক্ষের বক্তব্য লিপিবদ্ধ করেন এবং আগামী ২ কর্মদিবসের মধ্যে উভয় পক্ষের সকল কাগজপত্র উপস্থাপন করতে বলেন।