দৃষ্টিপাত ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বৈরিতার সম্পর্ক দীর্ঘ দিনের। আন্তর্জাতিক বিশ্বে এই দেশ দু’টির বিরুদ্ধতা বা সম্পর্কহীনতার বিষয়টি নতুন নয়। উল্লেখিত দেশ দু’টির সাথে কুটনৈতিক সম্পর্ক অতীতের যে কোন সময় অপেক্ষা বর্তমান সময় গুলোতে শুন্যের কোঠায়। মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে না ইরান পারমানবিক কর্মসূচি পরিচালনা করুক এবং পারমানবিক শক্তিতে পরিনত হোক যে কারনে সম্পর্কটা অত্যন্ত জটিল, কঠিন এবং সাপে নেউলে। বর্তমান সময় গুলোতে ইসরাইল এবং হামাস যুদ্ধের কারনে সম্পর্ক আরও অধিকতর তলানীতে পৌছেছে। বর্তমান সময় গুলোতে একে অপরের উপর এতটুকু ক্ষিপ্ত যে প্রতিশোধ পরায়নতায় লিপ্ত, অতি সম্প্রতি ইরান লোহিত সাগর হতে মার্কিন যুক্তরাষ্ট্রের তেলবাহী ট্রাংকার আটক করেছে। ইরানের বক্তব্য গত বছর মার্কিন কোস্ট গার্ড কর্তৃক ইরানের তেলবাহী জাহাজ আটকের প্রতিশোধ হিসেবে এটা করা হয়েছে। গতকাল রবিবার আন্তর্জাতিক মিডিয়াগুলোতে প্রকাশিত খবরা খবরে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈরিতা ইরান কে ছাড়িয়ে মধ্যপ্রাচ্যের অপরাপর দেশগুলোতে ও স্পর্শ করেছে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলার ঘটনা ঘটিয়েছে। পশ্চিমা মিডিয়ার খবর মার্কিন যুক্তরাষ্ট্র আগামীতে ইয়েমেনে আরও বড় ধরনের হামলার পরিকল্পনার কথা ঘোষনা দিয়েছে। অবশ্য ইয়েমেনের হুযি বিদ্রোহীরা বলেছে সামরিক দিক দিয়ে তারা ক্ষমতার ঘাটতি রাখেনি বিধায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা প্রতিরোধের পাশাপাশি তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে হামলা করার সক্ষমতা রাখে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরাইলের যতটুকু মধুর সম্পর্ক হামাসের সাথে ততোটুকু বৈরিতার সম্পর্ক। দেশটি ইতিমধ্যে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহিৃত করে বলেছে হামাস নির্মূল না হওয়া পর্যন্ত ইসরাইলের হামাস নির্মূল অভিযান অব্যাহত থাকবে। এদিকে পাকিস্তান এবং ইরানের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন যাবৎ ভাল থাকলেও চলতি সপ্তাহে পাকিস্তানের অভ্যন্তরে প্রথমে ইরান ক্ষেপনাস্ত্র হামলা পরিচালনা করে পরবর্তিতে ইরানের হামলার প্রতিশোধ গ্রহনে পাকিস্তান ইরানে ক্ষেপনাস্ত্র হামলা পরিচালনা করে। পাকিস্তান এবং ইরানের মধ্যে সম্পর্ক ভাল থাকলেও দৃশ্যতঃ পাকিস্তান বরাবরই মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ হিসেবে পরিচিত বিধায় ইরান ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে সে বিষয়ে বিশ্লেষন করলে স্পষ্ট হয় যে নিশ্চই ইরান এর বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দেশটি পাকিস্তানের পক্ষে।