এম এম নুর আলম ॥ আশাশুনিতে তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতাহার আলী, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য চাইলে সকল কর্মকর্তা-কর্মচারীদের তথ্য দিতে বাধ্য থাকা, তথ্য নিয়ে কারচুপি না করা, প্রত্যেক সরকারি-বেসরকারি অফিসে যিনি তথ্য প্রদান করবেন এমন একজন করে তথ্য কর্মকর্তা থাকা ও তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য সম্পর্কে অবশ্যই সকলকে অবগত থাকার ব্যাপারে গুরুত্বারোপ করেন।