কাশিমাড়ী শ্যামনগর প্রতিনিধিঃ বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় সাতক্ষীরা শ্যামনগর উপজেলা যুব ফোরামের ত্রৈমাসিক সভা এবং শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে জেলা নাগরিক প্লাটফর্মের সাথে যুবদের তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০ টায় প্রগতি সংস্থার সভাকক্ষে উপজেলা যুব ফোরামের আহ্বায়ক রুবিনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য, সামস্রে নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। নারীনেত্রী হোসনেয়ারা বেগম। প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায়ের সঞ্চালনায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সমন্বয়কারী মাসুদ রানা। সভায় অংশগ্রহণকারী হিসেবে উপজেলার ১২ টি ইউনিয়নের ৩০ জন যুব সদস্য ও জেলা নাগরিক প্লাটফর্মের সদস্যরা উপস্থিত ছিলেন।