দেবহাটা অফিস ॥ চিরনিন্দ্রায় শায়িত হলেন দেবহাটার কুলিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বর ও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শামছুজ্জামান ময়না (৫৪), গতকাল রাত দশটায় বহেরা এ,টি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারীক গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় জনপ্রতিনিধি দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকাবাসি সহ বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে। উল্লেখ্য শারীরিক অসুস্থতা নিয়ে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বিকালে তিনটায় আড়াইটার দিকে মৃত্যু বরন করেন। সদালাপী পরোপকারী, ত্যাগী মরহুম শামছুজ্জামান ময়নার মৃত্যুতে এলাকায় শোকাহত পরিবেশ বিরাজ করছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, মাতা দুই পুত্র সহ আত্মীয়স্বজন রেখে গেছেন।