বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে তামাকজাত বিজ্ঞাপন প্রচার করার অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করা হয়েছে। বুধবার বেলা ১১টায় আশাশুনি বাজার মনিটরিংকালে বাজারের মক্কেল সরদারের ছেলে হুদা সরদারের চারেয়র দোকানে ধূমপান সংক্রান্ত বিজ্ঞাপনের লিফলেট লাগানোর অপরাধে তাকে ৫০০ টাকা জরিমান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রনি আলম নূর বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, পিআইও সোহাগ খান, বাজার ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ইয়াহিয়া ইকবাল, শ্রমিকলীগের সভাপতি ঢালী শামসুল আলম, সার্ভেয়ার মোঃ ইমদাদুর রহমান তারেক, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রনজিত কুমার মন্ডল, এসআই বিশ্বজিৎ ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।