বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ৭২নং নাকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন কল্পে সভা অনুষ্ঠিত হয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহনাজ নাজনীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সদস্য অজিত গাইন, কনিকা রানী, মেম্বর আবু হান্নান, আব্দুর রব, মোতাহার হোসেন, সঞ্জয় মন্ডল, মোর্তাজুল ইসলাম, সুপর্না সরকার, নমিতা রানী ফিরোজা খাতুন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে শ্রীউলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিলের প্যানেলের কনিকা রানী বিনা প্রতিদ্বন্দীতায় সভাপতি নির্বাচিত হন। এছাড়া সঞ্জয় মন্ডলকে সহ-সভাপতি করা হয়েছে। বিদ্যালয়ের উন্নয়নে সভাপতি কনিকা রানী সকলের সহযোগিতা কামনা করেছেন।