রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

কারিতাসের আইডিপিডিসি প্রকল্পের অবহিত সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশের দক্ষিন উপকুলের অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের (আইডিপিডিসি) পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল সেন্টারের হলরুমে কারিতাস খুলনা অঞ্চলের আইডিপিডিসি প্রকল্পের ইনচার্জ মিঃ আনন্দ দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামীম ভুঁইয়া। তিনি বলেন, কারিতাস দীর্ঘদিন ধরে দুস্থ অসহাৎয় ও দলীত মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। আইডিপি ডিসি প্রকল্প ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যানে অগ্রণী ভূমিকা রাখবে। প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বোত্মক সহযোগিতা করা হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার মো: মনির হোসেন, সমবায় অফিসার মো: করিমুল হক, সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সাতক্ষীরা সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল হামিদ, বল্লী ইউপি চেয়ারম্যান এড. আলহাজ্ব মো: মহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, নির্বাহী পরিচালক নিজ অধিকার ড. দিলীপ কুমার দেব, নির্বাহী পরিচালক সিডো শ্যামল কুমার বিশ্বাস, প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন সাতক্ষীরা সদরের সিভিএ মিঃ পংকজ গাইন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন তালা উপজেলার সিডিও মিঃ সুকুমার দাশ, ও সাতক্ষীরা সদর উপজেলার সিডিএ শম্পা নুসরাত জাহান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com