দেবহাটা অফিস ॥ দেবহাটায় সখিপুর সরকারি খান বাহাদুর আহছান উল্ল্যা কলেজ মাঠে ফিরোজা মজিদ ট্রাস্টের চারদলীয় ফুটবল টুর্নামেন্টের ও গাজীরহাট প্রগতি সংঘের আয়োজনে চারদলীয় অর্ধ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট দেবীশহর মাঠে জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি আয়োজক ও বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ঘটে। ফিরোজা মজিদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা আহছানিয়া মিশনের হেল্প বিভাগের প্রধান ট্রাস্টের চেয়ারম্যান ইকবাল মাসুদ, প্রধান অতিথি ছিলেন সখিপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি সরদার আমজাদ হোসেন, আমন্ত্রীত অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ মুজিবর রহমান, সভাপতিত্ব করেন সখিপুর আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেচুর রহমান, উদয়ন সংঘের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স,ম গোলাম মোস্তফা, অধ্যক্ষ হাফিজুর রহমান, সখিপুর মিশন সম্পাদক আবু তালেব, উদয়ন সংঘের সভাপতি আবু আব্দুল্লাহ, সম্পাদক মিজানুর রহমান, উদ্বোধনী খেলায় তিলকুড়া ফুটবল একাদশকে ট্রাইবেকারে হারিয়ে শেষ হাসি হাসে কালিগঞ্জ পাইলট ক্লাব, একই দিনে দেবীশহর মাঠে অর্ধ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, গাজীর হাট প্রগতি সংঘ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জিএম স্পর্শ, চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, প্রগতি সংঘের সাধারন সম্পাদক আহম্মদ আলী প্রমুখ।