রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

বীর মুক্তিযোদ্ধা এড. এ এফ এম ইন্তাজ আলী ও বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা আ’লীগের কর্মসূচি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

২৬ জানুয়ারি সাতক্ষীরা জেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি এড.এএফএম এন্তাজ আলীর ২৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা আ’লীগের পক্ষ থেকে আজ সকাল সাড়ে ১০টায় মরহুমের দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের হিরের চক গ্রামের সমাধীস্থলে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও কবর জিয়ারত করা হবে। অপর দিকে আগামী ১ ফেব্র“য়ারী বৃহস্পতিবার জেলা আ’লীগের সাবেক সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের ৩য় মৃত্যু বার্ষিকী উপক্ষে ঐ দিন সকাল সাড়ে ১০টায় দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের মাঝপারুলিয়া গ্রামে মরহুমের মাজারে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও কবর জিয়ারত করা হবে। এছাড়া ১ ফেব্র“য়ারি বিকালে সাতক্ষীরা জেলা আ’লীগের কার্যালয়ে (পোস্ট অফিসের মোড়স্থ) দুই নেতার স্মরণসভা অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা জেলা, সদর উপজেলা, পৌর আ’লীগ সহ আ’লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উক্ত কর্মসূচি সফল করার জন্য বিশেষ ভাবে আহ্বান জানিয়েছেন জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম।-প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com