বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে অবৈধ বেহুন্দি ও মশারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার খোলপেটুয়া নদীতে বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর। এসময় খোলপেটুয়া নদীর মানিকখালী হতে ঘোলা পর্যন্ত নদীতে অভিযান পরিচালনা করে অবৈধ ০৫ টি বেহুন্দী জাল এবং ১০ টি মশারী জাল আটক করা হয়। পরে আটককৃত জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য ৭/৮ লক্ষ টাকা। অভিযান পরিচালনা করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার ও বাংলাদেশ নৌবাহিনীর এনআরওজি আনোয়ার হোসেন।