তেরখাদা প্রতিনিধি ॥ তেরখাদা উপজেলার ১নং আজগড়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন জনপ্রিয় চেয়ারম্যান নির্মল কুমার মল্লিক বার্ধক্য জনিত কারণে পরলোক গমণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮বছর। গত শনিবার সকাল ৭ টায় ভারতের পশ্চিম বঙ্গের বারাসাতে নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঐদিন সন্ধ্যায় পশ্চিমবঙ্গের বারাকপুর রানী রাশমনির ঘাট মহাশ্মশানে তার শেষকৃত্ত্ব অনুষ্ঠিত হয়। ব্যক্তিগত জীবনে তিনি এলাকায় বিদ্যুৎসাহী ও সমাজ সেবক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার জীবদ্দশায় আজগড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, খড়বড়িয়া মহাশশ্মান, শেখপুরা বাজার খাদ্য গুদামসহ অসংখ্য সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করেন। স্বাধীনতাত্তোর তৎকালীন তেরখাদা থানার আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একাধারে সংস্কৃতমনা ও যাত্রা অভিনেতা ছিলেন। পারিবারিক জীবনে তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক। নির্মল চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃত্তি দিয়েছেন ১নং আজগড়া ইউনিয়ন আলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায় ও সাবেক চেয়ারম্যান শেখ আশরাফ আলী (কিনু), খুলনা রিপোটার্স ইউনিটের কেআরইউ একটিং প্রেসিডেন্ট মিজানুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট সুলতান মাহমুদ, সেক্রেটারী জেনারেল এম বাবুল সরকার প্রমুখ।