স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে সিমানা পিলার সহ আসামী ২ জন কে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের মৃত আফছার সানার পুত্র মোঃ জিয়ারুল ইসলাম (৪৫) ও একই উপজেলার কচুয়া গ্রামের মোঃ আবুবক্কর সিদ্দিকীর পুএ মোঃ শাহজামান সানা (৪০)। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৮ টায় ডিবি পুলিশ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা আসামীর জিয়ারুল ইসলাম বসত ঘরের ভিতর হইতে ১ টি সিমানা পিলার সাদৃশ্য সহ তাকে আটক করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশাশুনি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ তারেক ফয়সাল ইবনে আজিজ এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অবৈধ মাদক অস্ত্র ও দেশের সম্পদ উদ্ধারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।