কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ কয়রায় নিখোঁজের নয় ঘণ্টা পর মৎস্য ঘেরের পাড় থেকে খালিদ হাসান (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলার চর গ্রামের খোকন গাজীর বাড়ির পেছনের মৎস্য ঘেরের পাড় থেকে শিশুটির লাশ উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। নিহত শিশু খালিদ হাসান মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডা গ্রামের আবুল কালাম দপ্তরীর ছেলে। সে কয়েকদিন আগে তার মায়ের সাথে তেঁতুলতলার চর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার নিহত শিশুর নানা তেঁতুলতলার চর গ্রামের খোকন গাজী বলেন, শুক্রবার নাতি খালিদ হাসানকে সাথে নিয়ে মসজিদে জুমার নামাজ পড়েছি। দুপুর ৩ টার দিক থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশেপাশে খোঁজাখুজি করার পরও না পেয়ে এলাকায় মাইকিং করা হয়েছিল। রাত ১২ টার দিকে হটাৎ বাড়ির পেছনের মৎস্য ঘেরের পাড়ে তার লাশ দেখে স্থানীয়রা আমাদের খবর দিলে আমরা নাতির লাশটি উদ্ধার করি। শিশু নাতির গলায় দাগ রয়েছে। এটি মুলত একটি পরিকল্পিত হত্যাকান্ড।’কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবে।’