দেবহাটা অফিস \ শোক শ্রদ্ধা আর হারানোর বেদনায় অশ্র“সিক্ত আর ক্ষত হৃদয়ে সহকর্মি প্রয়াত মইনুদ্দিন খানকে স্বরন করলেন দোয়া প্রার্থনা জানালেন দেবহাটার সখিপুর সরকারি কলেজের শিক্ষকগন। স্মৃতিচারন, দোয়ার অনুষ্ঠানটি এক পর্যায়ে হারানোর বেদনায় হৃদয়ে রক্ত ক্ষরনের সভায় পরিনত হয়। শ্রদ্ধেয় শিক্ষক অতি সৃষ্টিশীল মানবিক ব্যক্তিত্বের অধিকারী মইনুদ্দিন খান ছিলেন সখিপুর সরকারি খান বাহাদুর আহছানউলাহ কলেজের সহকারী অধ্যাপক। স্বরন সভায় উপস্থিত হন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এ,বিএম খালিদ হোসেন সিদ্দিকী। প্রাক্তন এবং বর্তমান অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক, কর্মচারি সহ পরিবারের সদস্যরা যেন একে অপরের অব্যক্ত বেদনার কথাই বলছিলেন। একই কলেজের অফিস সহকারি প্রয়াত ওয়াজেদ আলী ও অফিস সহায়ক মামুন ইসলামের ও স্বরন করলেন শিক্ষক কর্মচারিরা, দেবহাটার নোয়াপাড়া ইউনিয়নের সম্ভ্রান্ত খান পরিবারের সুযোগ্য সন্তান প্রয়াত শিক্ষক মইনুদ্দিন, কলেজের শিক্ষক পরিষদের পরীক্ষিত ও দায়িত্বশীল নেতৃত্ব। সরকারি করন, অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধির প্রথম কাতারের সৃষ্টিশীলতার প্রতিমুখ মানুষটির মৃত্যু কেবল কলেজটির জন্য ক্ষতি নয় অত্র এলাকার জন্য বিশেষ শুন্যতার। তিনি ছিলেন সদা হাস্বজ্জ্বল, বিনয়ী সকল শিক্ষক ও শিক্ষার্থীদের আস্থা ও নির্ভরতার ক্ষেত্র। সহকর্মি শিক্ষকরা এমনই কথা বারবার বলছিলেন, স্বরন সভায় স্মৃতিচারন কালে শ্রদ্ধেয় শিক্ষকরা আবেগ ধরে রাখতে না পেরে কেউ কেউ শিশুর মত কাঁদতে থাকেন। স্বরন, শোক আর দোয়া অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফিসার এ,বি,এম খালিদ হোসেন সিদ্দিকী, অধ্যক্ষ ও চেয়ারম্যান মোল্যা সাবীর হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব এ,কেএম আনিসউজ্জামান, উপাধ্যক্ষ আলহাজ্ব আঃ মজিদ, সহকারি অধ্যাপক মিজানুর রহমান, শাহানুর রহমান, স্বপন কুমার, মনিরুজ্জামান মহসিন, সামছুল হুদা খোকন, সঞ্চালনা করেন প্রভাষক আবু তালেব, উপস্থিত ছিলেন মরহুম মইনুদ্দিন খানের স্ত্রী শিক্ষক বিলকিছ বানু, ভ্রাতা ফারুক হোসেন, শিক্ষক শচীন্ত্র নাথ মন্ডলের ও অফিস সহকারী নুর মোহাম্মদের সুস্থতা কামনা করা হয়।