শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন

নূরনগরে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে জনসচেতনতা মূলক অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ জানুয়ারি রবিবার সকাল ১১ টায় নূরনগর বাজার পূজামণ্ডপ প্রাঙ্গণে এ মহড়া অনুষ্ঠিত হয়। অগ্নিকাণ্ড ও যে কোনও দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের জানমাল, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কর্মশালা মহড়ায় অগ্নিকান্ড, ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলার কৌশল প্রদর্শিত হয়। স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং গণ-সচেতনতা সৃষ্টিই এই মহড়া অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। শ্যামনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মোঃ আলী আকবর এর নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে মহড়া অনুষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদ। এসময় উপস্থিতি ছিলেন নূরনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক কাশীনাথ দেবনাথ, নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন, ইউপি সদস্য রেজাউল করিম দোলনা, ইউপি সদস্য মোবারক হোসেন লাচ্চু, ইউপি সদস্য মোবারক হোসেন মন্টু সহ এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ। অগ্নিকাণ্ড ও যে কোন দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেতে শ্যামনগর ফায়ার সার্ভিসের হট লাইন মোবাইল নম্বর-০১৯০১-০২২ ৮০৮ যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com