স্টাফ রিপোর্টার ঃ জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ র্যাংকিং এর পুরস্কার পেলেন সাতক্ষীরা সীমান্ত আদর্শ কলেজ। গতকাল বিকালে জাতীয় বিশ্ব বিদ্যালয় গাজীপুর সিনেট ভবনের হলরুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ডাঃ মো: মশিউর রহমানের হাত থেকে সনদ ও আর্থিক প্রনোদনা গ্রহ করেন সাতক্ষীরা সীমান্ত আদর্শ কলেজ মাহমুদপুর অধ্যক্ষ মো: আজিজুল ইসলাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্থপতি প্রফেসর নিজামুদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রেজার প্রফেসর আব্দুস সালাম, অর্থনীতিবিদ প্রফেসর মোজাম্মেল হক, সহ সারা দেশের ৭৮টি কলেজের অধ্যক্ষ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানাগেছে সারা বাংলাদেশে ২২৬০টি কলেজের মধ্যে র্যাংকিংকে ৭৮টি সেরা কলেজ নির্বাচিত করা হয়। এর মধ্যে খুলনা বিভাগের মধ্যে র্যাংকিং-এ চতুর্থ এবং জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সীমান্ত আদর্শ কলেজ। উল্লেখ্য ২০১৬ ও ২০১৭ সালে খুলনা বিভাগের মধ্যে ৬ষ্ঠ ও ৫ম এবং জাতীয় পর্যায়ে ২৬ ও ৩১ তম হওয়ায় সনদ গ্রহন করেছিলেন। কলেজটি অভূতপূর্ব সাফল্যের জন্য কলেজের পরিচালনা কমিটির সকল শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছেন। সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুল ইসলাম জানান কলেজ দীর্ঘদিন ভাল ফলাফল অর্জনের মাধ্যমে সুনাম ধরে রেখেছেন। এখানে শিক্ষার গুনগত মান উন্নয়নে সরকারি সকল নীতিমালা মেনে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। প্রতিষ্ঠানের সফর শিক্ষকদের আন্তরিকতার এবং শিক্ষার্থীদের পড়াশুনায় ভাল মনোযোগীর জন্য সেরা র্যাংকিং পুরস্কারে ভূীষত হলাম।