স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় অজ্ঞান পার্টির কবলে পড়ে এবং অসহায় কাপড় ব্যবসায়ীর সর্বস্ব খোয়ালেন। ঘটনাটি গতকাল বেলা বারটায় খুলনা সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী বাসের মধ্যে ঘটে। অজ্ঞান ব্যক্তি সিরাজ জেলা সদরের চরগ্রাম এলাকার মৃত আব্দুস সামাদ সরদারের পুত্র কাপড় ব্যবসায়ী মিজানুর রমান দুলাল (৫০)। হাসপাতালে চিকিৎসাধীন দুলাল অস্পষ্ট ভাবে জানান। গত দুই দিন পূর্বে ২২ বছরের এক যুবকের সাথে শাহজাদপুর বাজারে পরিচয় হয়। সে নিজেকে সাতক্ষীরা জেলা বাসিন্দা বলে পরিচয় দেন। পরে দুলালকে জানান, সাতক্ষীরা আপনাকে নিয়ে যাব সেখানে শাহাজাদপুরের পন্যের চাহিদা অনেক বেশি। আপনি লাভবান হবেন। সেই আশায় এক লক্ষ বিশ হাজার টাকা লুঙ্গি ক্রয় করে ট্রেন যোগে ভোর রাতে খুলনায় পৌছায়। তখন ঐ যুবক তার চাচা, মামা, খালুর সাথে আমার পরিচয় করে দেন। এক বাস স্টাফের মাধ্যমে বলেন, গাড়ীতে নিতে অনেক ভাড়া লাগবে। তবে ভ্যানে নিলে কম খরচে সাতক্ষীরা পৌছানো সম্ভব হবে। ঐ যুবক কিছুক্ষন পরে একটি ভ্যান নিয়ে এসে সমুদয় কাপড় ভ্যানে তুলে সে তার চাচা, খালু ভ্যানে চেপে বসেন। এবং মামা আমার সাথে খুলনা সাতক্ষীরা যাত্রীবাহি বাসে উঠেন। বাসে উঠে কোন এক সময় আমাকে অজ্ঞান করে কাছে থাকা নগদ ১৬০০০/- টাকা ও টার্চ মোবাইল নিয়ে পালিয়ে যাই। আমাকে দুপুরে বাসের হেলপার এই হাসপাতালে নিয়ে এসেছি বলে আমি জানতে পেরেছি। তিনি তার মালামাল উদ্ধার ও পরিবারের কাছে ফিরে যাবার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।