স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা কালিগঞ্জ সড়কে ৫ দিন পরিবহন বন্ধ থাকায় যাত্রী সাধারনের জেলা শহর সহ পাশ্ববর্তী জেলায় যেতে চরম দূর্ভোগে পড়তে হচ্ছে। খোজ খবর নিয়ে জানাগেছে, গত বৃহস্পতিবার কালিগঞ্জ ইউনিয়নের কিছু শ্রমিক সাতক্ষীরা শ্রমিকদের মারপিট করেন। এঘটনায় উভয় টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোন বাস। বাস বন্ধ থাকায় এক স্থান থেকে অন্য স্থানে যাত্রীদের যেতে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যাত্রী সাধারন জীবনের ঝুকি নিয়ে প্রয়োজনের তাগিদে বিকল্প পরিবহনে যেতে হচ্ছে। বিশেষ করে নছিমন করিমন, ভটভটি, লেগুনা, একস্থান থেকে অন্য স্থানে যাচ্ছেন। এ বিষয়ে সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ জাহিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি দৃষ্টিপাতকে জানান, পরিবহন গোলজোগের কারনে বন্ধ ছিল তবে আজ থেকে সাতক্ষীরা থেকে কালিগঞ্জ লোকাল গাড়ি চলবে।