বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ ও ইউপি চেয়ারম্যানবৃন্দের উপস্থিতিতে উপজেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ্জ-জামান সাইদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান সহ বিভিন্ন দপ্তর প্রধানগণ ও ইউপি চেয়ারম্যান বৃন্দ। উক্ত সভায় নবনির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে ফুলের মাল্য দিয়ে সংবর্ধনা প্রদান সহ বরণ করে নেওয়া হয় এবং সরকারের উন্নয়নমূলক কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করা সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইনুল ইসলাম।