বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

কলারোয়া ২দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ ‘বিজ্ঞান ও প্রযুক্তি,উদ্ভাবনেই সমৃদ্ধি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় দুই দিন ব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার(২৯ জানুয়ারি ২০২৪) সকাল সাড়ে ১০টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ২ দিনব্যাপী এ বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি বলেন, বিজ্ঞানই পারে আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়তে আর সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য শিক্ষকদের আন্তরিক ভাবে বিজ্ঞান পড়ার ও শিক্ষার্থীদের বিজ্ঞান মনোস্ক করে গড়ে তোলার তাগিদ দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমান,এছাড়া আরও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাস,উপজেলা শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান,সহকারী প্রোগ্রামার অফিসার মোতাহার হোসেন,উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস,শিক্ষক শেখ শাহীন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা।উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন। এ বছর ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন। শেষে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর-রশীদ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলায় আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের প্রদর্শিত স্টলগুলো পরিদর্শন করেন এবং তাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় জানান, জাতীয় সংসদ নির্বাচনের কারণে আমাদের মেলার উদ্বোধন বিলম্বিত হয়েছে। দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের নতুন উদ্ভাবনী বিষয় নিয়ে ২৮টি স্টলের মাধ্যমে তাদের নতুন উদ্ভাবনী বিষয়গুলো প্রদর্শনের ব্যবস্থা করেছে। দুই দিন ব্যাপী প্রদর্শন শেষে সেরা ক্ষুদে বিজ্ঞানীদের পুরস্কৃত করা হবে। আগামী দিনে এই ক্ষুদে শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে নতুন কিছু আবিষ্কার করতে পারবে বলে আশা করছি।এছাড়াও জাতীয় বিজ্ঞান মেলা উপলক্ষ্যে অলিম্পিক ইয়ার্ড গ্রুপের ৫ জন শিক্ষার্থীদের পরীক্ষা উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের আজ সমাপনী দিনে পুরস্কৃত করা হবে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com