কেশবপুর ব্যুরো ॥ কেশবপুরে বেসরকারি ক্রিস্টাল ডায়াগনস্টিক এন্ড হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর সম্পা খাতুন (৩২) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। গত ৩১ জানুয়ারি (বুধবার) রাতে মৃত্যুর ঘটনাটি ঘটে। খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা ক্রিস্টাল ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল পরিদর্শন করাসহ অপারেশন থিয়েটার সিলগালা করে দিয়েছে। এছাড়াও তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তবে সিজারিয়ান অপারেশনে মায়ের মৃত্যু হলেও নবজাতক পুত্র শিশুটি জীবিত আছে। নিহত পাশ্ববর্তী মনিরামপুর উপজেলার হাসাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।